প্রতিষ্ঠানের পটভূমি
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পৌর-এলাকায় প্রধান কার্যালয় অফিস তৈরি করে, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন এর বেসরকারী স্কুলের সকল শিক্ষার্থীদের আধুনিক যুগোপযোগী মান সম্মত পাঠদানের মাধ্যমে আত্মনির্ভরশীল, দেশপ্রেমিক, সৎ-চরিত্রবান, মেধাবী পরিশ্রমী ভালো ফলাফল অর্জন, প্রতিযোগীতা মূলক পাঠদানসহ নৈতিক শিক্ষায় শিক্ষাদান অত্র প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। অন্যন্য কর্মসূচীর মধ্যে থাকবে গরীব মেধাবী প্রবিবন্ধী, এতিম শিক্ষার্থীদের সার্বিক সগযোগিতা প্রদান, অনাগ্রসর প্রতিষ্ঠানের পরামর্শ প্রদান, শিক্ষক প্রশিক্ষন শিক্ষা সামগ্রী সংগ্রহসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
কেজি সোসাইটি, পার্বতীপুর প্রতিষ্ঠিত কিণ্ডারগার্টেন এবং সমমানের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন । যার প্রধান কার্যালয় : নতুনবাজার, পার্বতীপুর, দিনাজপুর। এটি ০১ জানুয়ারী ২০০৬ খ্রীঃ মাত্র ০৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে প্রতিষ্ঠিত হলেও বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২৩। প্রতিষ্ঠা কাল থেকে অত্র সোসাইটি প্রতি বছর ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করে আসছে। সম্পুর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ এবং বৃত্তি প্রদান করে কোমলমতি শিশুদের প্রতিভার বিকাশ সাধনে সরকারের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে। সোসাইটি বৃত্তি পরীক্ষার পাশাপাশি উক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ ও শিক্ষক/ শিক্ষিকাগণের জন্য প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে (TEO. ATEO এর সহযোগিতায়) তাদেরকে পেশাগত ভাবে দক্ষ করছে। এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান সমূন্নত রাখার লক্ষ্যে প্রতিবছর কেন্দ্রীয়ভাবে মান সম্পন্ন সিলেবাস, পুস্তক (NCTB কর্তৃক প্রকাশিত বই ও অন্যান্য বই) এবং অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে ১ম সাময়িক/ ২য় সাময়িক/ বার্ষিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে িএর কার্যক্রম আরও প্রসারিত হবে বলে আশা করা যায়।